বিনোদন
ভোটের স্বার্থে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ, হাসিনাকে তোপ তসলিমার
- Category: বিনোদন
- Published on 19/09/2017
- Written by ওয়েব ডেস্ক, ত্রিপুরা ফোকাস
মায়ানমারে অত্যাচারিত রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে চলে আসছেন। তাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ সরকার। এখনও পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিশ্বের বহু দেশ বিষয়টিকে মানবিক ইস্যু বললেও তা মানতে নারাজ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে টুইটারে হাসিনাকে নিশানা করেছেন তসলিমা। তাঁর বক্তব্য, ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে হাসিনা সরকার। এর মধ্যে কোনও মানবিক কারণ নেই। ভেবে দেখুন এরা যদি হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেন তা হলে কী হতো? ভোটের জন্যই এদের আশ্রয় দেওয়া হচ্ছে।এখানেই থেমে থাকেননি লেখিকা। টুইটারে তিনি আরও লিখেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও চকমাদের ওপরে যখন অত্যাচার হচ্ছিল তখন কেন নীরব ছিলেন হাসিনা? এদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। অত্যাচারে তারা ঘর ছাড়তে বাধ্য হয়। কিন্তু এখন রোহিঙ্গাদের কাছে গিয়ে চোখের জল ফেলছেন হাসিনা।
বিকিনি পরা ছবি পোস্ট করায়, কটূক্তির দুরন্ত জবাব তাপসীর
- Category: বিনোদন
- Published on 17/09/2017
- Written by ওয়েব ডেস্ক, ত্রিপুরা ফোকাস
তাপসীর সপাট উত্তরের প্রশংসা করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া মুগ্ধ হয়েছে তাঁর চটজলদি উত্তরের। মনে পড়ে ‘পিঙ্ক’ ছবির সেই তেজস্বী অভিনেত্রীকে? পুরুষতান্ত্রিক শোষণের বিরুদ্ধেও মাথা নোয়ায়নি যে। ছবিতে তাঁর দুরন্ত অভিনয় তাঁকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল। এই মুহূর্তে বলিউডের নবাগতদের মধ্যে অন্যতম মুখ তাপসী পন্নু। এ বার রুপোলি পর্দার চরিত্র হিসেবে নয়, বাস্তবেই তাঁকে মুখোমুখি হতে হল কটূক্তির। আর সেই কটূক্তির উত্তর তিনি দিলেন কঠোরতার সঙ্গেই। যে ভাবে প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিয়ে তিনি উত্তর দিয়েছেন তা টুইটারের গ্রাহকদের মন জয় করে নিয়েছে।টুইটারে নিজের বিকিনি পরিহিত দু’টি ছবি পোস্ট করেন তাপসী। লেখেন— ‘তুমি যখন স্রোতের বিপরীতে দাঁড়াবে, তখন নিজেকেই নিজের পাশে থাকতে হবে। কিন্তু নিজের হাসিটাকে ভুললে চলবে না।’ প্রসঙ্গত, ‘জুড়ুয়া ২’ ছবিরই একটি গান ‘আ তো সহি’-এরই দৃশ্যে ওই বিকিনি পরেছেন তাপসী। তাপসী ওই ছবি পোস্ট করার পরেই এক ব্যক্তি তাঁকে আক্রমণ করেন। হিন্দিতে তিনি লেখেন— ‘আমাদের দেশে নিজেকে প্রকাশ করার স্বাধীনতা আছে। তা হলে আপনি আপনার বাকি পোশাকগুলিও খুলে ফেলছেন না কেন। আপনার ভাই নিশ্চয়ই আপনার সেই ছবি দেখার পরে আপনাকে নিয়ে গর্বিত হবে।’ তাপসী সেই ব্যক্তির টুইটের উত্তরে লেখেন— ‘দুঃখিত, ভাই নেই। থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করে বলতাম। এখনকার মতো বোনের উত্তর হলে চলবে?’ তাঁর এই পাল্টা টুইটের অবশ্য কোনও উত্তর দেননি ওই ব্যক্তি। তাপসীর সপাট উত্তরের প্রশংসা করেন অনেকেই। প্রসঙ্গত, ডেভিড ধাওয়ানের পরিচালনায় একদা হিট ছবি ‘জুড়ুয়া’-এর সিকুয়েল ‘জুড়ুয়া ২’মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর। সেই ছবিতে তাপসী অভিনয় করেছেন ডেভিড পুত্র বরুণের বিপরীতে।
নোবেলজয়ী এখন মুখ লুকোতেই ব্যস্ত
- Category: বিনোদন
- Published on 16/09/2017
- Written by ওয়েব ডেস্ক, ত্রিপুরা ফোকাস
রোহিঙ্গা ইস্যুতে বার বার প্রশ্নের সামনে পড়ছেন একদা মানবতার প্রতীক সু চি। মনবাধিকার নামক ধারণাটিকেও নিয়ে প্রশ্ন তুলছেন বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ— সকলেই। একসময়ে তাঁকেই পৃথিবী মনে করেছিল ‘মানবতার মুখ’। তাঁর সংগ্রাম, তাঁর জীবন আজ অনেক দেশেরই স্কুলে পড়ানো হয়। মায়ানমারের একদা আপসহীন নেত্রী বিশ্বশান্তি বিষয়ে নোবেলজয়ী আউং সাং সু চি-র যাবতীয় ভাবমূর্তিতে এই মুহূর্তে কিন্তু কলঙ্কের প্রবল ছিটে। রোহিঙ্গা হত্যা ও বিতাড়নের ঘটনায় গোটা পৃথিবীই এখন মায়ানমারের বিরুদ্ধে। এবং নেত্রী সু চি নিজেও জানেন এই বৃত্তান্ত। তাই কি তিনি যেতে নারাজ জাতিপুঞ্জের সাধারণ সভার আসন্ন সম্মেলনে?সংবাদসংস্থা জানাচ্ছে, মায়ানমারের প্রেসিডেন্সিয়াল দফতর সূত্রে জানানো হয়েছে, সু চি দু’টি কারণে তাঁর সফর প্রত্যাহার করেছেন। দেশে সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং অন্যান্য মানবিক কাজের ব্যস্ততা হেতু তিনি মার্কিন দেশে উপস্থিত থাকতে পারছেন না— এমন কথাই বলা হয়েছে সেখানে। বলাই বাহুল্য, ‘রোহিঙ্গা’ শব্দটির নামগন্ধ ছিল না এই বক্তব্যে।
প্রচারে থাকতে যোনি, ক্লিভেজ টেনে বলিউডকে খোঁচা কঙ্গনার!
- Category: বিনোদন
- Published on 15/09/2017
- Written by ওয়েব ডেস্ক, ত্রিপুরা ফোকাস
বলিউডে স্বজনপোষণ নিয়ে আরও একবার সরব হলেন বলি ক্যুইন কঙ্গনা। স্টার কিডদেরকে বলিউড ব্রেক দেওয়ার পিছনে কঙ্গনা আগেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন করণ জোহরকে। এবার তিনি বলিউডের চিরাচরিত সিস্টেমকে খোঁচা দিলেন ফেমিনিজিম অস্ত্রে। 'কজ, আই হ্যাভ ভেজাইনা', বাংলা করলে যা দাঁড়ায়, 'কারণ, আমার যোনি আছে', এই প্যারোডিতেই ঝড় তুললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুধু যোনিতে থেমে না থকে, গানে জোড়া হয়েছে ফ্রন্ট ক্লিভেজ শো করার মত বিষয়ও। এই গান নাকি লিঙ্গবাদী বলিউডের ওপর থাপ্পড়, এমনই মত ভেগাবম্বের মতো ওয়েবসাইট। তবে অনেকের মতে, নিজের ছবি 'সিমরন'-এর মুক্তির আগে এটা আসলে কঙ্গনার পাবিলিসিটি স্টান্ট। আর এখানেই কঙ্গনার এই পাবলিসিটি স্টান্টের নিন্দা করে অনেকে বলছেন, ফেমিনিজিম নিয়ে গলাবাজি করে সিনেমার প্রচার করা অনৈতিক। এতে নারীর প্রতি শ্রদ্ধার বদলে নারীকে ছোট করাই হয়। বলিউড নায়িকারা 'লিঙ্গ বৈষম্যের শিকার' এই অভিযোগও এনেছেন কঙ্গনা। বিতর্কের মধ্যমণি কঙ্গনার এই আচরণের নিন্দা করে বি-টাউন বলছে, 'ইকুয়্যালিটির প্রশ্নে লড়ছেন না কঙ্গনা। বরং ফেমিনিজিমকে হাতিয়ার করে লাইম লাইটে থাকার প্রচেষ্টাই অবিরাম চালিয়ে যাচ্ছেন তিনি।'
রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলল বলিউড
- Category: বিনোদন
- Published on 27/08/2017
- Written by ওয়েব ডেস্ক, ত্রিপুরা ফোকাস
২০০২ থেকে ২০১৭ মাঝখানের সময়টা অনেকটাই। তবে শেষপর্যন্ত দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। যদিও গারদের ওপারে গিয়েও বহাল তবিয়তেই রয়েছেন তিনি। জেলেও তাঁকে নিয়ে চলছে জামাই আদর। এদিকে ডেরা সচ্চা সওদা প্রধানের গ্রেফতারির পর তার অনুগামীরা যেভাবে পঞ্জাব, হরিয়ানায় তাণ্ডব চালিয়েছে তার নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩১ জনের। ওই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। অশান্তি ছড়িয়েছে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদেও। তবে একজন ধর্ষককে কীভাবে কেউ সমর্থন করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরব হয়েছে বলিউডও।অনুপম খের, টুইঙ্কল খান্না, ঋষি কাপুর, রবিনা ট্যান্ডন, এষা গুপ্তা সহ আরও অনেকেই টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন।তবে প্রথমে হরিয়ানাবাসীকে শান্ত থাকার আবেদন করে ফাপরে পড়েন বলিউডের জেন্টলম্যান সিদ্ধার্থ মালহোত্রা। পরে আবশ্য সিদ্ধার্থ জানান, রায় ঘোষণার আগে ওই টুইট করেছিলেন তিনি।শুধু বলিউডই নয়, 'ধর্ষক' রাম রহিমের তুলোধনা করেছেন ক্রিকেটাররা এবং অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় অভিনব বিন্দ্রা।